Logo

সারাদেশ

ফুটবল মাঠে ঢুকে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ১

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৯:২৪

ফুটবল মাঠে ঢুকে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ১

কুমিল্লার মুরাদনগরে ফুটবল মাঠে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

রোববার (২৭ জুলাই) বিকেলে উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার একপর্যায়ে ‘ইলিয়টগঞ্জ এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে ঢুকে পড়ে এবং দর্শকদের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এতে আরও পাঁচজন গুরুতর আহত হন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত গিয়াস উদ্দিন (৪৩) দুলারামপুর গ্রামের বাসিন্দা মৃত শহীদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।

আহতরা হলেন- উপজেলার দুলারামপুর গ্রামের কাশেম মিয়ার ছেলে গোলাম রাব্বানী (১৮), গকুলনগর গ্রামের আবদুস সোবহান মিয়ার ছেলে শাহ জালাল (৪৫), দড়িকান্দি গ্রামের রশিদ মিয়ার ছেলে সাইদুল ইসলাম (৩০), মুরাদনগর গ্রামের অনিল চন্দ্র বর্মণের ছেলে হৃত্তিক চন্দ্র বর্মণ (২০) ও কামারচর গ্রামের বারেক মিয়ার ছেলে দুধ মিয়া (৫৬)।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সোহেল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর