
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অলি হাওলাদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৭ জুলাই) রাত ৮টার দিকে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অলি হাওলাদার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের জাঙ্গালপাশা গ্রামের মৃত আলাল উদ্দিন হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অলি হাওলাদার রেললাইন পার হচ্ছিলেন এমন সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি এসে পড়ে। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের মতে, অলি হাওলাদার কানে কম শুনতেন। ফলে হয়তো তিনি ট্রেনের শব্দ ঠিকমতো শুনতে পাননি।
এ বিষয়ে ভাঙ্গা বামনকান্দা রেলস্টেশনের পুলিশের এসআই শওকত হোসেন বলেন, পুলিয়া এলাকায় ট্রেনলাইন পার হওয়ার সময় অলি হাওলাদার ট্রেনে কাটা পড়ে মারা যান। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
এমবি