
ছবি : বাংলাদেশের খবর
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নৌ পরিবহন অধিদপ্তরের অনুমোদন না থাকায় ১২টি হাউসবোটকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৭ জুলাই) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন নৌ পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সোসাইটি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।
সংশ্লিষ্টরা জানান, এমবি নীলজল হাউসবোটকে ১৫ হাজার, এমবি মেঘদূত হাউসবোটকে ১৫ হাজার, এমবি স্বপ্ন হাউসবোটকে ১৫ হাজার, এমবি হাওরের সুলতানকে ৩০ হাজার, এমবি মায়াবতী হাউসবোটকে ২৫ হাজার, এমবি নিলঞ্জনা হাউসবোটকে ৩০ হাজার, এমবি ডুবসাতার হাউসবোটকে ২০ হাজার, এমবি জমিদার হাউসবোটকে ১৫ হাজার, এমবি জলঘুড্ডি হাউসবোটকে ১৫ হাজার, এমবি জলছবি হাউসবোটকে ১৫ হাজার, এমবি হাওর ক্রুজ হাউসবোটকে ১৫ হাজার এবং এমবি বেগ বেঞ্জার হাউসবোটকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নৌ পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সোসাইটি (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) থান্দার কামরুজ্জামান বলেন, নৌ পরিবহন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় টাঙ্গুয়ার হাওরে ১২টি হাউসবোটকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এমবি