Logo

সারাদেশ

হাতিয়ায় ভলগেটের ধাক্কায় ট্রলার ডুবে ২ জেলে নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৪:৩১

হাতিয়ায় ভলগেটের ধাক্কায় ট্রলার ডুবে ২ জেলে নিহত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মালবাহী ভলগেটের ধাক্কায় মাছধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। 

নিহতরা হলেন- চরকিং ইউনিয়নের শুশ্লকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে সাকিব উদ্দিন ও সুখচর ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে আরাফাত হোসেন। আহত রহমত নিঝুমদ্বীপ ইউনিয়নের কাশেম মেস্ত্রীর ছেলে।

সোমবার (২৮ জুলাই) ভোরে হাতিয়ার সুখচর ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আফসার মাঝির মালিকানাধীন ট্রলারটি মাছ ধরা শেষে তীরে নোঙর করে রাখা হয়েছিল। ভেতরে মাঝিসহ পাঁচজন ঘুমাচ্ছিলেন। ভোরে দক্ষিণ দিক থেকে আসা একটি মালবাহী ভলগেট ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে চারজন নদীতে পড়ে যান। কিছুক্ষণ পর রহমতকে অচেতন অবস্থায় ও সাকিবের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিখোঁজ থাকলেও দুপুরে রামচরণ বাজারসংলগ্ন মেঘনায় আরাফাতের মরদেহ পাওয়া যায়।

দুর্ঘটনার পর ভলগেটটি উত্তর দিকে চলে যাওয়ায় সেটিকে চিহ্নিত করতে পারেননি জেলেরা।

নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নৌপুলিশের একটি দল সকালে ঘটনাস্থলে গিয়ে প্রথমে সাকিবের মরদেহ নিয়ে আসে। পরে দুপুরের দিকে সুখচর থেকে আরাফাতের মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিবার কোনো প্রকার ময়নাতদন্ত ছাড়া মরদেহ দুটি নিয়ে যেতে চাচ্ছে। তবে জেলা প্রশাসনের অনুমতি পেলে মরদেহ দুটি পরিবারকে হস্তান্তর করা হবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর