Logo

সারাদেশ

নওগাঁয় ৭০ বোতল ফেনসিডিলসহ ব্যাগ উদ্ধার

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৪:৫৯

নওগাঁয় ৭০ বোতল ফেনসিডিলসহ ব্যাগ উদ্ধার

নওগাঁয় ৭০ বোতল ফেনসিডিলসহ ব্যাগ উদ্ধার।

নওগাঁর মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা এলাকায় ফেনসিডিল ভর্তি একটি ব্যাগ ফেলে পালিয়েছে এক মাদক কারবারি। 

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে এলাকাবাসীর সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মান্দা থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, উদ্ধার করা ব্যাগে ৭০ বোতল ফেনসিডিল ছিল। মাদক কারবারির পরিচয় শনাক্তে অভিযান চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ এলাকায় পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, মাদক নির্মূলে মান্দা থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদকের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। 

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর