চারদিন ধরে সেন্টমার্টিনে নৌ-চলাচল বন্ধ, খাদ্য সংকটে দ্বীপবাসী

ইব্রাহীম মাহমুদ, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৫:৪২

ছবি : বাংলাদেশের খবর
সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা চারদিন ধরে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, বৈরী আবহাওয়ার কারণে জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের তুলনায় ১ থেকে ৩ ফুট পর্যন্ত বেড়ে গেছে। এতে দ্বীপের চারপাশে বসবাসকারী অনেক পরিবার জলাবদ্ধতার শিকার হচ্ছেন। ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা ও নির্মাণাধীন স্থাপনাও।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার থেকে সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলেই ফের চলাচল শুরু হবে।’
সেন্টমার্টিনের বাসিন্দা করিম উল্লাহ বলেন, ‘নৌরুট বন্ধ থাকায় টেকনাফ থেকে কোনো ট্রলার, যাত্রী বা পণ্যবাহী নৌযান দ্বীপে আসতে পারছে না। ফলে বাজারে নিত্যপণ্যের সঙ্কট দেখা দিয়েছে।’
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, ‘চতুর্থ দিনেও কোনো মালামাল দ্বীপে পৌঁছায়নি। বাজারে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের ঘাটতি দেখা দিয়েছে।’
তিনি বলেন, ‘টেকনাফ ও কক্সবাজার শহরে গিয়ে আটকা পড়েছেন সেন্টমার্টিনের অন্তত দুই শতাধিক মানুষ। একই সঙ্গে দ্বীপের চারপাশে স্থায়ী ও শক্ত বাঁধ নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। না হলে জোয়ারের ঢেউয়ের আঘাতে ভবিষ্যতে দ্বীপটি টিকিয়ে রাখা কঠিন হবে।’
এআরএস