নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৫:৪২
---2025-07-28T153211-68874602bd01a.jpg)
ভোলার চরফ্যাসনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিয়ের দাবিতে পাঁচদিন ধরে অনশনে বসে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক দাবি করা এক কিশোরী। প্রেমিকের বাড়ির সামনে এই অনশন শুরু হওয়ার পর স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে চরফ্যাসন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, অনশনে বসা কিশোরী ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আন্দোলনের সময়েই তার সঙ্গে এক ছাত্রলীগ নেতার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে এখন সেই প্রেমিক বিয়েতে অনীহা প্রকাশ করছেন।
সোমবার (২৮ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করে চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, ‘ওই কিশোরী যদি থানায় বা উপজেলায় লিখিত অভিযোগ দেয়, তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কিশোরী জানায়, সে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিলেও ব্যবহারিক পরীক্ষা না দেওয়ায় অকৃতকার্য হয়েছে। তার অভিযোগ, প্রেমিক তন্ময় তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এমনকি তাদের ঘনিষ্ঠতার কিছু ছবি প্রমাণ হিসেবে সে সাংবাদিকদের দেখিয়েছে বলেও জানা গেছে
অভিযোগে আরও বলা হয়, তন্ময়ের বাবা-মা ছেলেকে গোপনে সরিয়ে রেখেছেন এবং কিশোরীকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে গালাগাল, হুমকি ও শারীরিক নির্যাতন করেছেন। এই ঘটনায় গত ২২ জুলাই চরফ্যাসন থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন কিশোরী, তবে প্রশাসন এখনও পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।
অন্যদিকে, অভিযুক্ত তন্ময়ের বাবা-মা তাদের ছেলেকে নির্দোষ দাবি করে বলেন, ‘একটি মহলের ইন্ধনে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে এবং আমাদের ছেলেকে ফাঁসানো হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
- এম ফাহিম/এমআই