Logo

সারাদেশ

খাগড়াছড়িতে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৫:৫৩

খাগড়াছড়িতে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

ছবি : বাংলাদেশের খবর

জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে খাগড়াছড়িতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল থেকে খাগড়াছড়ি অফিসার ক্লাবে এ কর্মসূচির আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।

কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা। উদ্বোধনী বক্তব্যে তিনি ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। 

তিনি বলেন, ‘ছাত্রদের সাহসী ভূমিকার ফলেই আজ আমরা বৈষম্যমুক্ত একটি নতুন বাংলাদেশে প্রবেশ করতে পেরেছি। খাগড়াছড়ির মতো পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জেলা স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগ প্রশংসনীয়।’

পরে অতিথিরা ক্যাম্পের বিভিন্ন স্বাস্থ্যসেবা স্টল পরিদর্শন করেন। মেডিকেল ক্যাম্পে নানা ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। একইসঙ্গে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহসভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলার বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহত কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়।

  • ছোটন বিশ্বাস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর