Logo

সারাদেশ

পরশুরামে নেই ইউএনও-এসিল্যান্ড, স্থবির প্রশাসন

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৫:৫৯

পরশুরামে নেই ইউএনও-এসিল্যান্ড, স্থবির প্রশাসন

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর পরশুরাম উপজেলায় প্রায় ১০ মাস ধরে সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) পদ শূন্য রয়েছে। সম্প্রতি ইউএনও আরিফুর রহমান বদলি হওয়ার পর সেই পদেও কেউ নেই। ফলে প্রশাসনিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে।

গত বছর ৫ আগস্টের পর ফ্যাসিস্ট সরকারের পতনের ধারাবাহিকতায় স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের পদ বাতিল করা হয়। এরপর থেকে উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানসহ কেউ দায়িত্বে নেই। ইউনিয়ন প্রশাসনের দায়িত্বও অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তারা পালন করছেন।

ভূমি অফিসের সেবাগ্রহীতারা অভিযোগ করেছেন, এসিল্যান্ড না থাকায় নামজারি, জমা-খারিজ, খাজনা পরিশোধ, জমি রেজিস্ট্রেশনসহ নানা জরুরি সেবা বন্ধ রয়েছে। ফলে জমি বিক্রি-বিক্রয়ের কাজও স্থবির হয়ে পড়েছে।

মির্জানগর, চিথলিয়া ও বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, প্রশাসক না থাকায় সেবা নিতে এসে ঘুরতে হচ্ছে সাধারণ মানুষকে। এক কক্ষ থেকে অন্য কক্ষে ছুটেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাক্ষর বা সনদ।

পরশুরাম বাজারের ব্যবসায়ী আমিনুল করিম বলেন, ‘উপজেলায় কোনো চেয়ারম্যান, মেয়র, মেম্বার নেই। আবার এসিল্যান্ড ও ইউএনওর পদও শূন্য। এই অবস্থায় বড় কোনো দুর্যোগ হলে বিপর্যয় ঠেকানো কঠিন হয়ে যাবে।’

উপজেলার এক ভূমি কর্মকর্তাও জানান, সহকারী কমিশনার না থাকায় উপজেলা ভূমি অফিসের আওতাধীন সহকারী অফিসগুলো কার্যত অচল হয়ে পড়েছে।

এ বিষয়ে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘পদায়নের জন্য বিভাগীয় কমিশনারকে জানানো হয়েছে। পরশুরামে ইউএনওর অতিরিক্ত দায়িত্ব ফুলগাজীর ইউএনও পালন করছেন। শিগগিরই পদায়ন হবে।’

এম. এমরান পাটোয়ারী/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর