Logo

সারাদেশ

শেরপুরে বিস্ফোরক-নাশকতার মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৬:০৬

শেরপুরে বিস্ফোরক-নাশকতার মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইন ও রাজনৈতিক সহিংসতার চারটি মামলার এজাহারভুক্ত আসামি শুভ ইমরান (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত শুভ ইমরান শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক।

শেরপুর থানা পুলিশ জানায়, তিনি বগুড়ার শেরপুর, ধুনট ও শাজাহানপুর থানায় দায়ের করা চারটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে শেরপুর থানার এসআই (নিঃ) তোফাজ্জল হোসেনের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. মুঈনদ্দিন জানান, গ্রেপ্তারের পর শুভ ইমরানকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর