কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব ঘিরে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৬:১৯
-688751344dd27.jpg)
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দিনব্যাপী কিশোরগঞ্জ উপজেলার উত্তর কালিকাপুর শালডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড, রংপুরের উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা সশস্ত্র বাহিনী বোর্ড, রংপুরের সচিব মেজর এটিএম নাজমুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের মেডিকেল অফিসার ডা. ফারহানুল হাসান ও ডা. ইমামুল হাসান, নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাখখারুল ইসলামসহ অনেকে।
ক্যাম্পেইনে ডায়াবেটিস, রক্তচাপ, ওজন ও রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। মোট প্রায় ৩০০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
আলোচনা সভায় শিশুদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি, সাপে কাটা, পানিতে ডুবে যাওয়া, আত্মহত্যা প্রতিরোধসহ নানা বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক পরামর্শ দেওয়া হয়।
এতে উত্তর শালডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুসলিম শাহী দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
এআরএস