মেহেরপুরে ইজিবাইক চালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৬:৩৪
-6887524ab1e40.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের ইজিবাইক চালক জামাল হোসেন হত্যা মামলায় বাচ্চু মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বাচ্চু মিয়া সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল লতিফের ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর সদর উপজেলার নতুন শেখপাড়া এলাকার একটি লিচু বাগান থেকে জামাল হোসেনের (৫৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন। পরদিন নিহতের ছোট ভাই আলমগীর হোসেন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ বাচ্চু মিয়াকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইদুর রাজ্জাক এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী এহান উদ্দিন মনা।
রায়ের পর পিপি সাইদুর রাজ্জাক বলেন, ‘আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। জামালের পরিবার ন্যায়বিচার পেয়েছে।’
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জানান, তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
রায় ঘোষণার সময় বাচ্চু মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আকতারুজ্জামান/এআরএস