Logo

সারাদেশ

মহেশপুরে ভাত খাওয়া নিয়ে তর্কে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

Icon

ঝিনাইদহ

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৬:৩৯

মহেশপুরে ভাত খাওয়া নিয়ে তর্কে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুরে ভাত খাওয়া নিয়ে কথাকাটাকাটির জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই জামাল হোসেন (২২) নিহত হয়েছেন।

সোমবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল একই এলাকার মাজারুল ইসলাম ওরফে মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি রাজমিস্ত্রি ছিলেন। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই উজ্জল হোসেন (২৭) পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জল দীর্ঘদিন ধরে জামালের পরিবারের সঙ্গে বসবাস করতেন। সোমবার সকালে জামালের খাওয়ার বিষয়ে কথা বলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত উজ্জল হাতে থাকা ছুরি দিয়ে জামালের বুকে ও পেটে আঘাত করেন।

গুরুতর আহত জামালকে হাসপাতালে নেওয়ার পথে ভৈরবা এলাকায় তিনি মারা যান।

মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক বিষয়কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত উজ্জলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর