---2025-07-28T164340-688754723e7d1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন দিক থেকে আরেকটি বালুবাহী ট্রাক ধাক্কা দিলে এক চালক নিহত হয়েছেন।
সোমবার (২৮ জুলাই) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের মহাস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মনির হোসেন (২৮)। তিনি পঞ্চগড় সদরের বলেরা পাড়া এলাকার সাত্তারুল ইসলামের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বালি খালাস চলছিল। এ সময় দ্রুতগতিতে আসা আরেকটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকচালক মনির হোসেন মারা যান।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং উভয় ট্রাক জব্দ করে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) লাল চাঁন জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
- জুয়েল হাসান/এমআই