Logo

সারাদেশ

অপসাংবাদিকতা বাড়ছে, প্রয়োজন জাতীয় নীতিমালা : ফিরোজ শাহ

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৬:৪৬

অপসাংবাদিকতা বাড়ছে, প্রয়োজন জাতীয় নীতিমালা : ফিরোজ শাহ

ছবি : বাংলাদেশের খবর

সাংবাদিকতা পেশায় জাতীয় নীতিমালার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ফিরোজ শাহ বলেছেন, ‘এই পেশায় নির্দিষ্ট নীতিমালা না থাকায় অনেকেই লাগামহীনভাবে কাজ করছে। এতে অপসাংবাদিকতা বাড়ছে এবং যোগ্যরা পিছিয়ে পড়ছে।’

সোমবার (২৮ জুলাই) খুলনার হোটেল রয়েল ইন্টারন্যাশনালের কনফারেন্স রুমে নিউজ নেটওয়ার্ক আয়োজিত ‘সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সাংবাদিকতা করতে হলে সাহিত্য জ্ঞান থাকা দরকার, যাতে বাক্যবিন্যাস সুষ্ঠু হয়।’

ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় আয়োজিত এই প্রশিক্ষণে খুলনায় কর্মরত ২০ জন সাংবাদিক অংশ নিয়েছেন। কর্মশালা পরিচালনা করেন নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষক জিয়াউর রহমান। উদ্বোধনী দিনে প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা নির্ণয় ও প্রাক-মূল্যায়ন সম্পন্ন করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতায় ছিলেন নিউজ নেটওয়ার্ক খুলনার সমন্বয়কারী দিদারুল আলম এবং প্রোগ্রাম স্পেশালিস্ট রেজাউল করিম। কর্মশালাটি চলবে ৩০ জুলাই পর্যন্ত।

তরিকুল ইসলাম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর