Logo

সারাদেশ

মাইলস্টোন ট্র্যাজেডি

মির্জাপুরে তানভীরের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৬:৫৮

মির্জাপুরে তানভীরের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন

ছবি : বাংলাদেশের খবর

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তানভীর আহমেদের মৃত্যুতে তার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। সোমবার (২৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির ১২ সদস্যের একটি প্রতিনিধি দল এ শ্রদ্ধা নিবেদন করে।

বিমান বাহিনী প্রধানের পক্ষে শ্রদ্ধা জানান উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। শ্রদ্ধা নিবেদন শেষে নিহত তানভীরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

উইং কমান্ডার বলেন, ‘আমরা এ মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করছি এবং নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছি। আহত শিক্ষার্থীদের চিকিৎসা এখনো চলছে। আমরা সবসময় পরিবারের পাশে থাকবো।’

এ সময় বিমান বাহিনীর পক্ষ থেকে তানভীরের পরিবারকে সান্ত্বনা দেওয়া হয় এবং পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানভীর আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। তিনি মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাদগ্রাম নয়াপাড়ার বাসিন্দা ছিলেন।

তানভীরের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও এলাকাবাসী তার আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

রাব্বি ইসলাম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিমান দুর্ঘটনা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর