Logo

সারাদেশ

সিলিন্ডারের পাইপে লিকেজ : চুলায় সিগারেট ধরাতে গিয়ে দগ্ধ শ্রমিক দম্পতি

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৭:০৪

সিলিন্ডারের পাইপে লিকেজ : চুলায় সিগারেট ধরাতে গিয়ে দগ্ধ শ্রমিক দম্পতি

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার আশুলিয়ায় রান্নার গ্যাসের চুলায় আগুন জ্বালিয়ে সিগারেট ধরাতে গিয়ে দগ্ধ হয়েছেন এক দম্পতি। রোববার (২৭ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে আশুলিয়ার রণস্থল বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন– মিন্টু মিয়া (৩৫) ও তার স্ত্রী ববিতা (৩০)। তারা কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাসিন্দা এবং স্থানীয় ডিজাইনার ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক।

বাড়ির মালিক নজরুল ইসলাম বলেন, মিন্টু চুলার আগুনে সিগারেট ধরাতে গিয়ে দগ্ধ হন। পাশে থাকা স্ত্রী ববিতাও আগুনে দগ্ধ হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতাল ও পরে ঢাকা কেপিজে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধদের স্বজন প্রেমানন্দ চন্দ্র বর্মণ জানান, মিন্টুর অবস্থা আশঙ্কাজনক হলেও ববিতা কিছুটা সুস্থ আছেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিন্টুর শরীরের ৬০ শতাংশ ও ববিতার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

হাসান ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর