বরগুনার প্রত্যন্ত এলাকায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৭:০৯
---2025-07-28T170924-68875a6ee0e18.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে বরগুনার বামনা উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে। সোমবার (২৮ জুলাই) উপজেলার সরোয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট নৌ কন্টিনজেন্টগুলোর ব্যবস্থাপনায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল স্থানীয় মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসা শিবিরে বামনা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের অসংখ্য রোগীকে সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগের চিকিৎসা দেওয়া হয়। একইসঙ্গে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় বিনামূল্যে।
চিকিৎসা নিতে আসা অনেকেই নৌবাহিনীর এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলে ভালো চিকিৎসাসেবা পাওয়া অনেক কষ্টকর। নৌবাহিনীর এই সেবা আমাদের জন্য আশীর্বাদ।
নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগ কিংবা প্রতিকূল পরিস্থিতিতেও উপকূলীয় ও দুর্গম এলাকায় সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে বাংলাদেশ নৌবাহিনী। আগেও তারা এসব এলাকায় মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা দিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।
- খান নাঈম/এমআই