Logo

সারাদেশ

পূর্বাচলের শালবনে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৭:১১

পূর্বাচলের শালবনে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতাধীন সংরক্ষিত বনভূমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৮ জুলাই) সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যৌথবাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নেন।

সরকারি তথ্যমতে, পূর্বাচলের ২৪ ও ২৫ নম্বর সেক্টরে ১৪৪ একর সংরক্ষিত বনভূমিতে ৪৪ ব্যক্তি অবৈধভাবে ১৫৫টি ঘর নির্মাণ করেছিলেন। ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারির গেজেট অনুযায়ী এ অঞ্চলটি “বিশেষ জীববৈচিত্র্য এলাকা” হিসেবে ঘোষণা করা হয়।

বন বিভাগ জানিয়েছে, এই শালবন ও কপিচবৃক্ষে সমৃদ্ধ বনাঞ্চল পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, আন্তর্জাতিক অঙ্গীকার ও এসডিজি অর্জনে বন সংরক্ষণের এ ধরনের উদ্যোগ চলমান থাকবে।

বাংলাদেশ সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদ অনুযায়ী জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে নিশ্চিত করতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রয়েছে।

রফিক সরকার/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উচ্ছেদ অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর