-68875be99b79d.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জয়পুরহাটে অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। সোমবার (২৮ জুলাই) শহরের খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে সেবা দেওয়া হয়।
১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পে বগুড়ার সিএমএইচ থেকে আগত ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও চর্মরোগসহ বিভিন্ন বিভাগে রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের লেফটেন্যান্ট কর্নেল রকিব উদ্দিন মজুমদার বলেন, ‘জুলাই পূর্ণজাগরণ উপলক্ষে এই ক্যাম্পের আয়োজন করা হয়। মানুষের মাঝে সেনাবাহিনীর প্রতি আস্থা ও সম্প্রীতি বাড়াতেই আমাদের এ উদ্যোগ।’
এআরএস