মধ্যনগরে প্রথমবারের মতো সরকারি হাইস্কুল স্থাপনের উদ্যোগ

ধর্মপাশা ও মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৭:২১
---2025-07-28T171554-68875d2bbf61c.jpg)
প্রতীকী ছবি
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় প্রথমবারের মতো একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (উচ্চবিদ্যালয়) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। হাওর অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রকল্প হাতে নিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
সম্প্রতি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে পাঠানো এক অফিস আদেশে জানানো হয়, হাওর এলাকার উপজেলা সদরগুলোতে ১০টি নতুন মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের সম্ভাব্যতা যাচাই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সারা দেশের হাওর অঞ্চলের ৫৭টি উপজেলার মধ্য থেকে ১০টি উপজেলা বাছাই করা হয়েছে। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ সরকার ও সিটি উন্নয়ন সহায়তা তহবিল (CDF) যৌথভাবে অর্থায়ন করছে। সম্ভাব্যতা সমীক্ষার পর বিদ্যালয় স্থাপনের স্থান নির্ধারণ ও বাস্তবায়নের দায়িত্বে থাকবে পরিকাঠামো বিনিয়োগ সহায়তা কোম্পানি (IIFC)।
প্রতিষ্ঠানটি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করে জমির পরিমাণ, নারী শিক্ষার্থীর সংখ্যা, মৌজা মানচিত্র ও অবকাঠামোগত উপযোগিতার ভিত্তিতে বিদ্যালয় স্থাপনের উপযুক্ত স্থান চিহ্নিত করবে। এ লক্ষ্যে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় এক শিক্ষক বলেন, ‘মধ্যনগরে এতদিন একটি সরকারি হাইস্কুল না থাকায় শিক্ষার্থীদের দূরের স্কুলে যেতে হতো। এতে ঝরে পড়ার হারও ছিল বেশি। এই উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলের শিক্ষা খাতে একটি বড় পরিবর্তন আসবে।’
মোহাম্মদ ইমাম হোসেন/এমআই