Logo

সারাদেশ

মেঘনায় ‘লালু-পিয়াস’ গ্রুপের সংঘর্ষে শুটার মান্নান নিহত

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৭:২২

মেঘনায় ‘লালু-পিয়াস’ গ্রুপের সংঘর্ষে শুটার মান্নান নিহত

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর একটি অবৈধ বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় দুই সন্ত্রাসী গ্রুপ—‘লালু গ্রুপ’ ও ‘নয়ন-পিয়াস গ্রুপ’-এর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আব্দুল মান্নান ওরফে শুটার মান্নান (৩৮) নিহত হয়েছেন।

সোমবার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে কালীপুরা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মান্নান গজারিয়ার জষ্ঠীতলা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় একই গ্রুপের হৃদয় বাঘসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, বালুমহালের দখল নিয়ে দীর্ঘদিন ধরে ওই দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে লালু গ্রুপ প্রথমে আক্রমণ করলে নয়ন-পিয়াস গ্রুপ পিছু হটে। পরে তারা সশস্ত্রভাবে ফিরে এসে পাল্টা হামলা চালায়।

এসআই জাহাঙ্গীর জানান, মান্নানের মরদেহ একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে উদ্ধার করা হয়েছে। তার পরণে ছিল লুঙ্গির নিচে শর্টপ্যান্ট এবং গায়ে নীল রঙের পলো শার্ট।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মান্নান এর আগেও এলাকায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গত ১৮ জুলাই তিনি মাছবাজারে শর্টগান দিয়ে চারজনকে গুলি করে আহত করেছিলেন।

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, ঘটনাস্থলে নৌ-পুলিশ মোতায়েন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আবু সাঈদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর