শেরপুরে আদিবাসী পরিষদের নতুন কমিটি গঠন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৭:৩০
-68875f4aa5143.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শেরপুর উপজেলার জাতীয় আদিবাসী পরিষদের পৌর শাখায় ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেল ৫টায় মহিলা কলেজ মার্কেটে অস্থায়ী কার্যালয়ে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন নয়ন কুমার, যুগ্ম আহ্বায়ক সুজন মালিক এবং সদস্য সচিব সুব্রত কুমার।
শ্রী স্বপন কুমার সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা আদিবাসী পরিষদের সভাপতি সন্তোষ সিং বাবু।
শেরপুর পৌর শাখার নবনির্বাচিত সদস্য সচিব হীরা লাল সিংয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি গৌতম মাহাতো, সাংস্কৃতিক সম্পাদক কমল সিং, সদস্য দীপক মার্ডী, মতি লাভলী রানী, আদিবাসী নেতা কানু কোচসহ অন্যান্য নেতাকর্মীরা।
প্রধান অতিথি সন্তোষ সিং বাবু বলেন, আদিবাসীদের জীবনমান, শিক্ষা, বাসস্থান ও কর্মসংস্থান উন্নয়নে পরিষদ সক্রিয়ভাবে কাজ করছে। শেরপুর উপজেলায় চল্লিশ হাজারের মতো আদিবাসী বাস করেন। যারা এখনও উন্নত জীবনের সোপানে পৌঁছায়নি। তাই তাদের কল্যাণে কাজ অব্যাহত থাকবে।
এআরএস