Logo

সারাদেশ

ধামরাইয়ে দিনে-দুপুরে ৮ লাখ টাকা ছিনতাই

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৭:৪৬

ধামরাইয়ে দিনে-দুপুরে ৮ লাখ টাকা ছিনতাই

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার ধামরাইয়ে দিনে-দুপুরে এক শ্রমিক সরদারের কাছ থেকে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. কামাল হোসেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাসিন্দা এবং ধামরাইয়ের একটি ইটভাটার শ্রমিক সরদার।

তিনি জানান, কালামপুরের ডাচ্ বাংলা ব্যাংক শাখা থেকে ৮ লাখ টাকা তুলে মোটরসাইকেলে মানিকগঞ্জে ফিরছিলেন। পথে একটি প্রাইভেটকার তার গতি রোধ করে এবং গাড়িচাপা দেওয়ার চেষ্টা করে। এরপর অস্ত্রের মুখে তাকে ভয় দেখিয়ে নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

টাকার হিসাব অনুযায়ী, ৫০০ টাকার ছয় বান্ডেলে ছিল ৩ লাখ, ১০০০ টাকার তিন বান্ডেলে ৩ লাখ এবং ১০০ ও ২০০ টাকার বান্ডেলে ছিল আরও ২ লাখ টাকা।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার সুলতান জানান, ‘ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন। ঘটনাস্থলে পুলিশ তদন্তে নেমেছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছিনতাই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর