Logo

সারাদেশ

বাউফলে এইচএসসি পরীক্ষায় ভোগান্তি, ফ্যান নষ্ট

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৭:৫০

বাউফলে এইচএসসি পরীক্ষায় ভোগান্তি, ফ্যান নষ্ট

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ফ্যান নষ্ট থাকায় তীব্র গরমে ভোগান্তির শিকার হচ্ছেন পরীক্ষার্থীরা। এতে মনোযোগ হারাচ্ছেন অনেকে। সোমবার (২৮ জুলাই) পৌরনীতি বিষয়ের প্রথমপত্র পরীক্ষার পর কালিশুরি এস এ ইনস্টিটিউট কেন্দ্রের পরীক্ষার্থীরা এমন অভিযোগ করেন।

স্থানীয়রা জানায়, কেন্দ্রটিসহ আশপাশের কয়েকটি কেন্দ্রে ফ্যান অচল বা অনুপস্থিত। দুপুরের দিকে প্রচণ্ড গরমে কষ্ট আরও বাড়ে।

এক পরীক্ষার্থী হুজাইফা বলেন, ‘গরমে মাথা ঘুরে আসে, ঘামতে ঘামতে লিখতে হচ্ছে। ফ্যান না থাকায় পরীক্ষায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে।’

বিষয়টি স্বীকার করে হল সুপার এইচ এম রেজাউল করিম রেজা বলেন, ‘আমি আজকে বিষয়টি জেনেছি। দ্রুত ফ্যানগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।’

অভিভাবকরা অভিযোগ করেছেন, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে ন্যূনতম পরিবেশ নিশ্চিত না করাটা চরম অবহেলার উদাহরণ।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর