-688767cb4cb0e.jpg)
ছবি : সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র ও জনতার ওপর হামলার নেতৃত্বদানকারী বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর সিএন্ডবি পুল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র ও জনতার ওপর হামলায় সরাসরি নেতৃত্বে ছিলেন হালিম রেজা। তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘হালিম রেজার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
এআরএস