Logo

সারাদেশ

বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৮:১৪

বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২

ছবি : বাংলাদেশের খবর

বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও এক আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চাঁদেরহাট এলাকার শেয়ালবাড়ি খালের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরেক মোটরসাইকেল আরোহী মাহবুব হোসেন (২৮)।

নিহতরা হলেন মোল্লাহাট উপজেলার আগাকেন্দুয়া এলাকার রাজেশ্বর বৈদ্য (৬৫) এবং বরগুনার বানমার সদিপুর গ্রামের মো. সাইদুল ইসলাম (৩০)। আহত মাহবুব হোসেন চুয়াডাঙ্গার বাসিন্দা।

পুলিশ জানায়, বরিশাল থেকে খুলনাগামী একটি মোটরসাইকেল মহাসড়ক পার হওয়ার সময় পথচারী রাজেশ্বর বৈদ্যকে ধাক্কা দেয়। এতে পথচারীসহ মোটরসাইকেলের দুই আরোহী সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পথচারী রাজেশ্বর বৈদ্যকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আহত মাহবুব হোসেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।’

শেখ আবু  তালেব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর