কুষ্টিয়ায় পৌর পরিদর্শকের বিরুদ্ধে কসাইখানার অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৮:২০
-68876b2b4b51b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়া পৌরসভার কসাইখানা পরিদর্শক মো. ফারুক হোসেনের বিরুদ্ধে প্রায় ৭৬ হাজার ৫৫০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, গত ৪ এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত ৮২ দিনে ৩৫টি কসাইখানা থেকে দৈনিক ৫০ টাকা করে প্রায় ১ লাখ ২৫ হাজার ৭৫০ টাকা আদায় করলেও পৌরসভায় জমা দিয়েছেন মাত্র ৪৯ হাজার ২০০ টাকা।
ভুক্তভোগী কসাইরা জানান, ফারুক প্রতিদিন সকালে এসে টাকা নিয়ে চলে যান। তবে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষার নিয়ম থাকলেও তিনি কসাইখানায় উপস্থিত হন জবাইয়ের পর। কসাইদের দাবি, তিনি কোনো স্বাস্থ্য সীলও দেন না।
ফারুক হোসেন দাবি করেন, পৌরসভা থেকে কোনো রশিদ না পাওয়ায় তিনি রশিদ দিতে পারেননি। তবে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন তিনি।
এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মিজানুর রহমান বলেন, ‘রশিদ ছাড়া অর্থ আদায় বেআইনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আকরামুজ্জামান আরিফ/এআরএস