কলাপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৮:২৬
---2025-07-28T182602-68876c6671573.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর কলাপাড়ায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৩৯ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি)। আয়োজনে সহায়তা করে পটুয়াখালী জেলা শিক্ষা অফিস ও কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান খান, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মংফুন ওয়েন, গবেষণা কর্মকর্তা মো. আইউব আলী, সহকারী পরিদর্শক আবু হানিফ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন প্রধান শিক্ষক ও এসএমসি সভাপতি।
অনুষ্ঠানে বক্তব্য দেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী এবং ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আলী মহসিন মারুফ।
তিনি বলেন, ‘এই অর্জন আমার একার নয়, এটি আমার শিক্ষক ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল। সম্মাননার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
এসময় তিনি নিজ বিদ্যালয়ের একটি নতুন ভবন নির্মাণের অনুরোধ জানান।
স্বাগত বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান বলেন, ‘এসইডিপির মাধ্যমে শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান আমাদের শিক্ষা ব্যবস্থার একটি ইতিবাচক দিক। আমি আশাবাদী, এসব কৃতি শিক্ষার্থী ভবিষ্যতে ভালো মানুষ হয়ে সমাজে অবদান রাখবে।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন নাওভাঙ্গা ফাজিল মাদ্রাসার প্রভাষক আবু তালেব ইভান মাতুব্বর। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
- জাকারিয়া জাহিদ/এমআই