Logo

সারাদেশ

ফেনীতে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৮:৩১

ফেনীতে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

ফেনীতে সরকারি নিষিদ্ধ পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রি করার অপরাধের ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

সোমবার (২৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফাহমিদা আক্তার এ রায় প্রদান করেন। 

সূত্রে জানা গেছে, ফেনী জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফাহমিদা আক্তার পলিথিন বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বের হয়।

এসময় মহিপাল এলাকায় নুর নবী স্টোর থেকে ১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে দোকানের মালিককে এক হাজার টাকা জরিমানা, রহমান স্টোর থেকে ৩ কেজি পলিথিন জব্দ এক হাজার টাকা জরিমানা, সায়েরা স্টোর থেকে ৩ কেজি পলিথিন জব্দ এক হাজার টাকা জরিমানা, মীর স্টোর থেকে ১ কেজি পলিথিন জব্দ ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাওন শওকত প্রসিকিউশন প্রদান করেন। এ সময় জেলা পুলিশের একটি টিম সহায়তা করে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জাহানারা ইয়াসমিন জানান, পরিবেশের জন্য ক্ষতিকর সরকারি নিষিদ্ধ পলিথিন বিক্রি, মজুদ, পরিবহন করলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

  • এম. এমরান পাটোয়ারী/এমআই 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর