হত্যা মামলায় এসপি তানভীরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৯:২১
---2025-07-28T192119-6887795a12156.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ায় বিএনপি কর্মী কুদরত আলীকে গুলি করে হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১টা ৪১ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে তানভীর আরাফাতকে কুষ্টিয়া জেলা কারাগার থেকে দৌলতপুর আমলি আদালতে আনা হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা পারভেজের আদালতে হাজির করা হলে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন এবং দুপুর ১টা ৫১ মিনিটে পুনরায় কারাগারে পাঠানো হয়।
এর আগে, গত ২৬ ডিসেম্বর বিএনপি কর্মী সুজন মালিথা হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই তিনি কুষ্টিয়া কারাগারে রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, এস এম তানভীর আরাফাত বর্তমানে সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত রয়েছেন। তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুর উপজেলায়। কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়েন।
২০২৪ সালের ২ অক্টোবর নিহত কুদরত আলীর ছেলে দৌলতপুর থানায় মামলা করেন। মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, তার বাবা একজন সক্রিয় বিএনপি কর্মী ছিলেন এবং স্থানীয়ভাবে জনপ্রিয় ছিলেন। এজন্য কিছু আওয়ামী লীগপন্থী সন্ত্রাসী ও পুলিশের সহযোগিতায় তাকে হত্যার পরিকল্পনা করে।
বাদীর দাবি, ২০২০ সালের ২৩ জুলাই গভীর রাতে একদল পুলিশ তাকে নিজ বাড়ি থেকে তুলে নেয়। পরে ২৫ জুলাই ভোরে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে গুলি ও নির্যাতনের চিহ্ন ছিল বলে দাবি পরিবারের।
মামলায় তানভীর আরাফাত ছাড়াও ওসি তদন্ত নিশিকান্ত সরকার, এসআই রোকনুজ্জামান, এসআই মেহেদী হাসান, এসআই শাহজাহান, এএসআই আনিচুর রহমানসহ মোট ১০/১২ জন অজ্ঞাত পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, ‘দৌলতপুর থানার একটি মামলায় আদালতে গ্রেপ্তারের আবেদন করা হয়েছিল। আদালত সেটি মঞ্জুর করেছেন।’
- আকরামুজ্জামান আরিফ/এমআই