
নিহত জ্যোতি
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া সেই নারীর লাশ পাওয়া গেছে। নিখোঁজের প্রায় ৩৭ ঘণ্টা পর মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে টঙ্গী পূর্ব থানার বাশপট্রি এলাকা থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত নারীর নাম ফারিয়া তাসনিম জ্যোতি (৩২)। তিনি মিরপুরে বসবাস করে নিকুঞ্জ এলাকার মনি ট্রেডিং করপোরেশনের সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর থানার বাগানপাড়ায়। বাবার নাম মৃত ওলিউল্লাহ আহম্মেদ।
গত রোববার (২৭ জুলাই) রাতে টঙ্গীতে একটি অফিসিয়াল ভিজিটে যান জ্যোতি। এ সময় টানা বৃষ্টির মধ্যে হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে যান তিনি। পানির তীব্র স্রোতে মুহূর্তেই তলিয়ে যান জ্যোতি।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা রাতেই অভিযান শুরু করেন। কিন্তু সোমবার রাত পর্যন্ত কোনো খোঁজ না পাওয়ায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে সোমবার সন্ধ্যার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সড়কের পাশের ১২ ফুট প্রশস্ত ড্রেন সংকুচিত করে ৬ ফুটে নামিয়ে আনা হয়েছে। এতে বৃষ্টির সময় পানির প্রবল স্রোত তৈরি হয় এবং নিরাপত্তাহীন খোলা ম্যানহোলে পড়ে এমন দুর্ঘটনা বারবার ঘটছে।
সবশেষ আজ সকালে ফায়ার সার্ভিস টঙ্গী ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, ‘দুর্ঘটনাস্থলের ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর এবং প্রবল বর্ষণের কারণে পুরোপুরি পানিতে ডুবে ছিল। সকাল ৯টার দিকে আমাদের ডুবুরি দল জ্যোতির মরদেহ উদ্ধার করে।’
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ চালিয়ে গেছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।