মাগুরায় সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১১:৪২
-68885f29085f8.jpg)
ছবি : সংগৃহীত
মাগুরায় সাপের কামড়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) রাতে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সাপের কামড়ে নিহত ওই তরুণের নাম শাওন শিকদার (১৯)। তিনি শ্রীকান্তপুর গ্রামের বাদশাহ শিকদারের ছেলে ও আমুড়িয়া কারিগরি মহাবিদ্যালয় থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
স্বজনেরা জানান, রোববার সন্ধ্যার দিকে বাড়ির পাশে শাওনকে সাপে কামড় দেয়। এরপর তাকে স্থানীয় এক ওঝার কাছে নেওয়া হয়। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় আরেক ওঝার কাছে নেওয়া হয়। এদিকে সময় বেশি হওয়ার সাথে সাথে শাওনের শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর হাসপাতালের (আরএমও) ডা.মামুনুর রশীদ বলেন, শুনেছি, সাপে কামর দেওয়া তরুণকে আগে ওঝার বাড়িতে নেওয়া হয়েছিল। এর পর হাসপাতালে আনার আগেই ওই তরুণের মৃত্যু হয়। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম আছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২৮ জুলাই) সকালে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তাছিন জামান/এএ