Logo

সারাদেশ

ঝিনাইদহে সেনাবাহিনীর অভিযানে দেশী-বিদেশী অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:০১

ঝিনাইদহে সেনাবাহিনীর অভিযানে দেশী-বিদেশী অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের শৈলকুপায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ দেশী-বিদেশী অস্ত্র জব্দসহ রফিকুল ইসলাম নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার দেবীনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রফিকুলচ উপজেলার দেবীনগর রামচন্দ্রপুর এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে।

এর আগে সেনাবাহিনীর ১০ বেঙ্গলের সিও এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। রফিকুলের বাড়িতে ঘণ্টাব্যাপী অভিযানে এসব অস্ত্র এবং সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী।

এদিকে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২নং মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, পিস্তলের ব্যারেল, ৫টি রাম দা এবং হাতুড়িসহ দেশীয় অস্ত্র।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, তাকে রাতেই শৈলকুপা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তার এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হবে।

এম বুরহান উদ্দীন/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর