Logo

সারাদেশ

কুড়িগ্রামে ২ ভুয়া ডিবি পুলিশ আটক

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:২৬

কুড়িগ্রামে ২ ভুয়া ডিবি পুলিশ আটক

ছবি : বাংলাদেশের খবর

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে মোস্তাফিজার রহমান ও খলিলুর রহমান নামে দুই ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তরের ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে পাথরডুবী ইউনিয়নের ঝুঁকিয়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।

জানা গেছে, আটককৃত রংপুরের বাসিন্দা মোস্তাফিজার রহমান ও স্থানীয় খলিলুর রহমান মিলে এক মহিলার কাছ থেকে চাকরির সুবাদে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করেন। এসময় তারা মহিলার কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ারও চেষ্টা চালান। ঘটনার সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের আটক করে। পরে তাদের ভুরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফজলুল ফরাজি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর