চাঁদপুরে স্ত্রী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:৩৭
-68886c1b453c7.jpg)
এড. জহিরুল ইসলাম। ছবি : সংগৃহীত
চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. জহিরুল ইসলামকে স্ত্রী শাহীন সুলতানা ফেন্সি হত্যা মামলায় আবারও কারাগারে প্রেরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (১) এর বিচারক আমিরুল ইসলামের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৪ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জহিরুল ইসলামের স্ত্রী শাহীন সুলতানা ফেন্সি ষোলঘর পাকা মসজিদের দক্ষিণ পাশে নিজ বাসায় হত্যার শিকার হন। ওই ঘটনায় ফেন্সির ভাই মো. ফোরকান উদ্দিন খাঁন বাদি হয়ে ৫ জুন চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। ওই মামলায় এড. জহিরুল ইসলামসহ ৪ জনকে এজহারভুক্ত আসামি এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।
মামলার প্রধান আসামী এড. জহিরুল ইসলাম ও দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন ৬ জুন গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। ওই মামলায় তারা কারাভোগ করে জামিনে মুক্ত হন। ওই সময় বিচারক এড. জহিরকে চার্জ গঠন শুনানি পর্যন্ত জামিন দেয়। আজ সোমবার চার্জ গঠন করে শুনানির দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এদিকে, এই মামলাটি তদন্ত শেষে তৎকালীন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মহিউদ্দিন ২০১৮ সালের ২৪ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন।
মামলায় সরকার পক্ষের (এপিপি) শামছুল ইসলাম মন্টু বলেন, আসামি জহিরুল ইসলাম চার্জ গঠন শুনানি পর্যন্ত জামিনে ছিলেন। আজকে শুনানি হয়েছে। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে মামলাটির স্বাক্ষ্য গ্রহণ করা হবে।
আলআমিন ভূঁইয়া/এএ