Logo

সারাদেশ

বরিশালে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত দুই, ১৩ মাস পর মামলা

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:৫০

বরিশালে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত দুই, ১৩ মাস পর মামলা

ছবি : সংগৃহীত

বরিশালের গৌরনদীতে ভোটকেন্দ্র দখলের উদ্দেশ্যে বোমা বানানোর সময় ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত হয়। ঘটনার প্রায় ১৩ মাস পর এটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ দাবি করে অবশেষে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

২০২৪ সালের ২৩ জুন রাতের এ ঘটনাটি ঘটে গৌরনদীর ধানডোবা গ্রামের একটি নির্জন পান বরজে। নিহতদের মধ্যে ছিলেন মুলাদী উপজেলার পূর্ব তয়কা গ্রামের কামাল বেপারী, যিনি বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ দিন পর মৃত্যুবরণ করেন। অন্যজন ঝালকাঠির নলছিটি উপজেলার শীতলতলা এলাকার জাহাঙ্গীর মাঝি, যিনি ঘটনাস্থলেই নিহত হন।

মামলা দায়েরকারী দুলাল বালী অভিযোগ করেন, তার চাচাতো ভাই কামাল বেপারীকে কৌশলে সেখানে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

বরিশালের বিজ্ঞ বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ দিলে গৌরনদী মডেল থানায় তা অন্তর্ভুক্ত করা হয়। মামলায় সাতজনের নামোল্লেখ করে আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এজাহারভুক্ত আসামিরা হলেন: আব্বাস শিকদার (চিঠিরচর), নুরুল ইসলাম (করমজা, বিমানবন্দর থানা), আবু হানিফ (সাহেবেরচর), শাহিন শিকদার (চিঠিরচর), আনু শিকদার (চিঠিরচর), ওহিদুল বালী (খুনেরচর) এবং লেলিন আকন (তয়কা)। 

এজাহারে আরও বলা হয়, ওই সময়কার সংসদ সদস্যের গানম্যান আলতাফ হোসেনের মধ্যস্থতায় গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারিছুর রহমান কেন্দ্র দখলের জন্য বোমা বানানোর পরিকল্পনা করেন। বোমা বানাতে ভাড়াটে কারিগরদের আনা হয় এবং ইউপি সদস্য শিমুলের তত্ত্বাবধানে তারা বোমা তৈরি শুরু করে।

বিস্ফোরণের পর গুরুতর আহত কামাল বেপারীকে গোপনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি সেখানে মারা যান।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সংস্পর্শ থাকায় এবং মোটা অঙ্কের অর্থে প্রভাব খাটিয়ে ঘটনাটি দীর্ঘদিন ধামাচাপা দেওয়া হয়।

মামলার তদন্ত বিষয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি বলেন, ২১ জুলাই আদালতের নির্দেশে মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। যেহেতু ঘটনাটি অনেকদিন আগের, তাই কিছুটা সময় লাগছে। তবে আমরা অগ্রগতি নিয়ে আশাবাদী।

এমডি মিজান/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর