Logo

সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে হাতীবান্ধায় ব্যবসায়ীর মৃত্যু

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৫:০৯

বিদ্যুৎস্পৃষ্টে হাতীবান্ধায় ব্যবসায়ীর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমিতে পড়ে থাকা বিদ্যুতের তার পানির সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মজিবর রহমান (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দোয়ানি মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মজিবর রহমান উপজেলার রমনীগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মজিবর রহমান একটি গরু নিয়ে পাশের জমিতে যান। এ সময় সেখানে পড়ে থাকা একটি বিদ্যুতের তার পানির সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে পড়ে ছিল। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রাহেবুল ইসলাম টিটুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর