কালিয়াকৈরে আঞ্চলিক সড়কে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৫:২৯
-6888946871a2e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি থেকে সফিপুর আঞ্চলিক সড়কে জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। টানা বৃষ্টিপাতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।
বিশেষ করে সিনাবহ এলাকার যমুনা ইলেকট্রনিক্স কারখানার পাশের সড়ক অংশ প্রায় এক থেকে দেড় ফুট পানির নিচে তলিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, সামান্য বৃষ্টিতেই এ সড়কে পানি জমে যায়। তবে চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও নারী-শিশুরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।’
চালকরা জানান, পানির কারণে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ছোট যানবাহন বিকল হয়ে যাচ্ছে, দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এই সড়কে কোনো বিকল্প পথ না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের দাবি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কালিয়াকৈর উপজেলার মৌচাক প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘বড়ইবাড়ি থেকে সফিপুর পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।’
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ বলেন, `বিষয়টি আমাদের নজরে এসেছে। জনগণের দুর্ভোগ লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।'
এআরএস