সুনামগঞ্জে এসইডিপির আওতায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৫:৩৭
-6888966ec6d3c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় সুনামগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৪ জন এবং ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১১ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন।
বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খান এবং সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
আলোচনায় আরও অংশ নেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম এবং কলেজ শিক্ষার্থী লিয়ন চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম।
পুরস্কার বিতরণ শেষে অতিথিরা শিক্ষার্থীদের শুভেচ্ছা ও ভবিষ্যৎ সাফল্যের কামনা করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মো. আব্দুল হালিম/এআরএস