মাদ্রাসার মাঠ দখল করে ইউপি সদস্যর বীজতলা, শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ

খান নাঈম, বরগুনা
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৫:৪৫
-6888981fe873b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণখোলা ছি.এন.এ দাখিল মাদ্রাসার মাঠ দখল করে ধানের বীজতলা তৈরি করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা। এতে করে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা। এমনকি চলাচলেও সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের।
সরেজমিনে দেখা যায়, মাদ্রাসার মাঠ ঘিরে খুঁটি পুঁতে জাল দিয়ে ঘেরাও করে সেখানে ধানের বীজতলা তৈরি করা হয়েছে। ক্লাস চলছে, জাতীয় পতাকা ওড়ানো হচ্ছে, কিন্তু মাঠে নেই কোনো শিক্ষার্থী—কারণ মাঠটি এখন চাষাবাদের কাজে ব্যবহৃত হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বলেন, বীজতলাটি আমাদের এলাকার চাষি আল-আমিন করেছেন। তিনি বিপদে ছিলেন, তাই আমি অনুমতি দিয়েছি।’
তবে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মুজ্জাম্মেল হুসাইন বলেন, ‘ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মাঠে বীজতলা তৈরির বিষয়ে আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা অনুমতি নেয়নি।’
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, বিষয়টি আপনার কাছ থেকে জানলাম। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়রা বলছেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ এভাবে দখল করে ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করা নৈতিক ও আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। দ্রুত মাঠটি শিক্ষার্থীদের জন্য পুনরুদ্ধারের দাবি জানান তারা।
এআরএস