মান্দায় এলজিইডির সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম, ক্ষুব্ধ এলাকাবাসী

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৬:১০
-68889e10a7b16.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নওগাঁর মান্দা উপজেলার চকমনসব-দাওইল গ্রামের এক কিলোমিটার গ্রামীণ সড়ক পাকাকরণে নিম্নমানের ইটের খোয়া ও মাটি মিশ্রিত বালু ব্যবহার করে অনিয়মের মাধ্যমে কাজ বাস্তবায়নের অভিযোগ উঠেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে কাজটি করছে চাঁপাইনবাবগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রবিউল এন্টারপ্রাইজ’।
স্থানীয়দের অভিযোগ, মাসখানেক ধরে নিম্নমানের উপকরণ ব্যবহার করে কাজ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যত কোনো ব্যবস্থা নেয়নি। বাধা দেওয়ার পরও ঠিকাদার রাতের আঁধারে খোয়া ফেলে কাজ চালিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, হাত দিয়ে ভেঙে ফেলা যায় এমন খোয়া দিয়ে রাস্তা নির্মাণ হলে কিছুদিনের মধ্যেই তা নষ্ট হয়ে যাবে।
এলজিইডির সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম স্বীকার করেন, কিছু জায়গায় নিম্নমানের খোয়া ব্যবহৃত হয়েছে এবং তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ বলেন, কাজ খারাপ হলে ঠিকাদারের বিল বন্ধ করে দেওয়া হবে।
এম এ রাজ্জাক/এআরএস