Logo

সারাদেশ

খাগড়াছড়িতে চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া!

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৬:২৪

খাগড়াছড়িতে চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া!

পার্বত্য জেলা খাগড়াছড়িতে চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া। চলতি বছরের গত ছয় মাসে জেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন অন্তত ৩১৯ জন। যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।

আক্রান্তদের অধিকাংশই দীঘিনালা, লক্ষীছড়ি ও সাজেকের মতো সীমান্তবর্তী ও দুর্গম এলাকার বাসিন্দা। দেরিতে চিকিৎসা নেওয়ার কারণে বাড়ছে জটিলতা ও মৃত্যুঝুঁকি। ইতোমধ্যে সিবিয়ার ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে রুবেল হোসেন (২৫) নামে এক তরুণ মারা গেছেন।

ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী মো. ইমরান হাসান জানান, দীর্ঘদিন জ্বর না কমায় খাগড়াছড়ি সদর হাসপাতালে এসে ভর্তি হয়ে রক্ত পরীক্ষা করলে ম্যালেরিয়া ধরা পড়ে। চিকিৎসা চলছে। ডাক্তার বলেছেন মশারী টানিয়ে ঘুমানোর জন্য। তবে এখন আগের তুলনায় ভালো লাগছে।

ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর বাবা মো. কুদ্দুস আলী বলেন, অনেকদিন জ্বরে ভোগার পর ছেলেকে সদর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা নিচ্ছি। ডাক্তার বলছেন মশারী ছাড়া না ঘুমানোর জন্য এবং নিয়মিত ওষুধ চালিয়ে যেতে।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি জানান, গত ছয় মাসে হাসপাতালে ৩১৯ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন রোগী মারা গেছেন। আক্রান্তদের অধিকাংশই দীঘিনালা, লক্ষীছড়ি, সাজেকসহ দুর্গম ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দা। এ অবস্থায় রোগীর জ্বর হলে দ্রুত রক্ত পরীক্ষা করাতে বলা হচ্ছে।

তিনি আরও বলেন, সদর হাসপাতাল ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে ম্যালেরিয়ার জীবাণু পরীক্ষার সুযোগ রয়েছে। আমাদের কর্মীরা প্রশিক্ষিত। মশারী টানিয়ে ঘুমানোর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে চলতে বলি।

খাগড়াছড়ি সিভিল সার্জন ড. মোহাম্মদ ছাবের জানান, আমাদের লক্ষ্য রাখতে হয় যাতে সিভিয়ার ম্যালেরিয়ায় কেউ আক্রান্ত না হয়। তেমন হলে রোগীকে বাঁচানো সম্ভব নয়। যেহেতু পাহাড়ি এলাকায় অনেকে বাইরে কাজে যান, তাই মশা যাতে না কামড়ায় তা খেয়াল রাখতে হবে। মশারী ব্যবহার বাধ্যতামূলক।

ছোটন বিশ্বাস/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর