-6888a19faf2d5.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের বদেরশ্বরী এলাকায় মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এক সড়ক দুর্ঘটনায় আলতাফ উদ্দিন (৫৫) নামের একজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় আলতাফ রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢোলারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আবু সালেহ/এআরএস