Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পারফরমেন্স ভিত্তিক পুরস্কার পেল ৩৮ শিক্ষার্থী

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৭:১১

চাঁপাইনবাবগঞ্জে পারফরমেন্স ভিত্তিক পুরস্কার পেল ৩৮ শিক্ষার্থী

ছবি : বাংলাদেশের খবর

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (SEDP)’ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফি উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার সুপার ড. এমরান হোসেন, বহরম ঘোড়াপাখিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, জেলা গবেষণা কর্মকর্তা মো. মেসবাহউদ্দিন ও অভিভাবক প্রতিনিধি আরিফ উদ্দিন।

শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন নিশাত আনজুম (চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা) ও মনোয়ার হোসেন (রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়)।

অনুষ্ঠানে ৩৮ জন শিক্ষার্থীকে পারফরমেন্স ভিত্তিক সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা শিক্ষার মানোন্নয়নে এমন উদ্যোগের প্রশংসা করেন।

বদিউজ্জামান রাজাবাবু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পুরস্কার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর