বাঁশখালীতে ডিসির জন্য স্কুল মাঠে রাতারাতি রাস্তা নির্মাণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৭:২৭
-6888b034aed33.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের বাঁশখালীতে জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমের আগমন উপলক্ষে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে রাতারাতি নির্মাণ করা হয়েছে ব্রিকসলিং সড়ক। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে বৃষ্টির মধ্যে এই সড়ক নির্মাণ করা হয়।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ে ডিসির আগমন উপলক্ষে জয়ন্তী কর্নার ও স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
মূল সড়কের সঙ্গে বিদ্যালয়ের ফটক থাকলেও কাদা এড়িয়ে ডিসির গাড়ি যেন সরাসরি মাঠে প্রবেশ করতে পারে, সেজন্য রাতের আঁধারে দ্রুত সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করা হয়।
বিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা সড়কটি দেখে বিস্মিত হন। এছাড়া অনুষ্ঠানে ডিসিকে বরণ করতে শতাধিক ছাত্রীকে দুপুরের খাবার না দিয়েই সকাল থেকে দাঁড়িয়ে রাখায় অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এক ছাত্রী বলেন, ‘আমরা দুপুরে কিছুই খাইনি। নিজের টাকায় নাস্তা কিনে খেয়েছি। সকাল থেকে দাঁড়িয়ে আছি ডিসি স্যারকে বরণ করতে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ জানান, মাঠে কাদা থাকায় ডিসি মহোদয়ের গাড়ি প্রবেশে সমস্যা হবে বলে অস্থায়ীভাবে সড়কটি নির্মাণ করা হয়। এটি স্কুল কর্তৃপক্ষ নির্মাণ করেনি।
নির্মাণকাজে নিয়োজিত এক ব্যক্তি জানান, রাতে ৩৩ জন শ্রমিক মিলে প্রায় ১৩ হাজার ইট ও ২০ ট্রাক বালু দিয়ে সড়ক নির্মাণ করেন। যার আনুমানিক ব্যয় তিন লক্ষাধিক টাকা।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম বলেন, শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থেই সড়কটি নির্মাণ করা হয়েছে। এটি মাঠের মাঝখানে নয় এবং কোনো অতিরিক্ত ব্যয় ছাড়াই প্রকল্পের মাধ্যমেই করা হয়েছে।
এআরএস