-6888b22e26614.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বরিশালের বাবুগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে ফের দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত ও ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮টার দিকে বাবুগঞ্জ উপজেলার রামপট্টি স্টেশনসংলগ্ন বালুর মাঠ এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর ঢালে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন মো. বাহির (৪০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বাহির বেদে সম্প্রদায়ের লোক ছিলেন।
এর দুই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে একই এলাকায় বরিশালগামী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ছয় যাত্রী আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এর আগের দিন সোমবার দুপুরে রহমতপুর এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন এবং চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিমানবন্দর থানার ওসি জাকির সিকদার বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এআরএস