Logo

সারাদেশ

মেহেরপুর সীমান্ত দিয়ে ১৮ জনকে পুশইন করল বিএসএফ

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৮:০২

মেহেরপুর সীমান্ত দিয়ে ১৮ জনকে পুশইন করল বিএসএফ

মেহেরপুর সীমান্ত দিয়ে ১৮ জনকে পুশইন করল বিএসএফ। ছবি : বাংলাদেশের খবর

মেহেরপুর সীমান্ত দিয়ে ১৮ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত গাংনী উপজেলার কাজিপুর ও সহড়াতলা সীমান্ত এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর সীমান্ত দিয়ে এ পুশইনের ঘটনা ঘটে।

৪৭ বিজিবি’র অধীনস্থ কাজিপুর কোম্পানির কমান্ডার সুবেদার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাজিপুর সীমান্ত দিয়ে ৯ জন, সহড়াতলা সীমান্ত দিয়ে ৩ জন এবং মথুরাপুর সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। তাদের মধ্যে ৭ জন নারী রয়েছেন।

কমান্ডার সুবেদার হাবিবুর রহমান বলেন, কাজিপুর আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৫/৪-এস এবং ১৪৬-এর মাঝখান দিয়ে তাদের পুশইন করা হয়।

তিনি জানান, এসব নারী-পুরুষ বিভিন্ন সময়ে ভারতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বিভিন্ন জেলে ছিলেন। তাদের সাজা শেষ হওয়ার পর ভারতীয় বিএসএফ সীমান্তের ওপারে জড়ো করে সুযোগ বুঝে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে। তবে পুশইন হওয়া এসব ব্যক্তি বাংলাদেশের নাগরিক কিনা, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

এ নিয়ে বিএসএফকে প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে এখনো তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সাড়া পাওয়া গেলে নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠক করা হবে।

আকতারুজ্জামান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএসএফ বিজিবি সীমান্ত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর