Logo

সারাদেশ

কুমিল্লায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৮:৩৫

কুমিল্লায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

কুমিল্লার বুড়িচং উপজেলায় এক ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার রামপুর এলাকার ওই বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের মিহির হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) ও তার বড় মেয়ে মিশু আক্তার (১৫)। পুলিশের প্রাথমিক ধারণা, বিষপানে তাদের মৃত্যু হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, বুড়িচং উপজেলার রামপুর এলাকার আবুল খায়ের ভাড়া বাসায় থাকতেন মিহির হোসেন, তার স্ত্রী জাহেদা আক্তার ও দুই মেয়ে। ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকায় তাদের গ্রামের বাড়ি। এলাকায় তাদের অনেক ঋণ রয়েছে। মৃত জাহেদার স্বামী মিহির হোসেন দিনমজুরের কাজ করতেন। তার স্ত্রী জাহেদা একটি গার্মেন্টসে চাকরি করতেন। মিশুকে ছাড়াও তাদের ৫ বছরের আরেকটি কন্যাসন্তান রয়েছে।

মঙ্গলবার ভোরে ওই বাসায় মরদেহ দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি আজিজুল হক বলেন, দুজনেরই মৃত্যু বিষপানে হয়েছে। রাতের কোনো এক সময় তারা বিষপান করে থাকতে পারেন। ঘটনার পর গা ঢাকা দেন স্বামী মিহির হোসেন। তবে তার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর