Logo

সারাদেশ

চাঁদপুরে ৪৫ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৯:২০

চাঁদপুরে ৪৫ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুরে ৪৫ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ। ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দেররা এলাকা থেকে জেলিযুক্ত ৪৫ মণ (১ হাজার ৮০০ কেজি) চিংড়ি জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত দেররা মাছের আড়তে পরিচালিত এ যৌথ অভিযানে এসব চিংড়ি জব্দ করা হয়।

বিকেলে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেররা আড়তে অভিযান চালানো হয়। এ সময় আড়তের সামনের বক্সে থাকা বিপুল পরিমাণ জেলিপুশকৃত চিংড়ি জব্দ করা হয়। তবে জব্দকৃত চিংড়ির কোনো মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে জব্দকৃত চিংড়িগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন, মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের অভিযান চলমান থাকবে। অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল দল সহায়তা করে।

আলআমিন ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর